শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

চৌগাছায় বিনামূল্যে ধানের বীজ ও সার পাচ্ছেন ৭২৩০ জন কৃষক

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৯৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বিনা মূল্যে উফশী ও হাইব্রিড জাতের বীজধান ও সার পাচ্ছেন ৭ হাজার ২৩০ জন কৃষক। সরকার চলতি মৌসুমে উন্নত জাত ও নতুন উদ্ভাবিত ধান চাষে উৎসাহিত করতেই কৃষকদের এ প্রণোদনা দেওয়া হবে ।চৌগাছা উপজেলা কৃষি অফিসের অথ্য কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, চলতি রবি ২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসুচির আওতায় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভায় ৭ হাজার ২৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উফশী ও হাইব্রিড জাতের বীজধান ও রাসায়নিক সার বিতরণ করা হবে। এরমধ্যে ৪ হাজার ৮০৫ জন কৃষককে উফশী জাতের বোরো বীজ ও সার এবং ২ হাজার ৪২৫ জন কৃষককে হাইব্রিড জাতের ধানের বীজ দেওয়া হবে। ইতোমধ্যে ইউনিয়ন ও পৌরসভা ভিত্তিক কৃষকদের তালিকা প্রস্তুত চলছে।

যার মধ্যে ফুলসারা ইউনিয়নে উফশী জাত ৫৫০ জন ও হাইব্রিড জাত পাবেন ২৯০ জন কৃষক, পাশাপোল ইউনিয়নে উফশী জাত ৫২০ জন ও হাইব্রিড জাত পাবেন ২৯০ জন, সিংহঝুলী ইউনিয়নে উফশী জাত ৩৬০ জন ও হাইব্রিড জাত পাবেন ১৬০ জন। ধূলিয়ানী ইউনিয়নে উফশী জাত ৩২০ জন ও হাইব্রিড জাত পাবেন ১৩০ জন কৃষক, চৌগাছা ইউনিয়নে উফশী জাত ১৫০ জন ও হাইব্রিড জাত পাবেন ৩৬০ জন কৃষক। পাতিবিলা ইউনিয়নের উফশী জাত ১৩৫ ও হাইব্রিড জাত পাবেন ২৬০ জন কৃষক। জগদীশপুর ইউনিয়নে উফশী জাত ১৫০ ও হাইব্রিড জাত পাবেন ৩৬০ জন কৃষক। হাকিমপুর ইউনিয়নে উফশী জাত ৪০০ ও হাইব্রিড জাত পাবেন ২২০ জন কৃষক। স্বরুপদাহ ইউনিয়নে উফশী জাত ২৪০ ও হাইব্রিড জাত পাবেন ৪৮০ জন কৃষক। নারায়নপুর ইউনিয়নে উফশী জাত ২৫০ ও হাইব্রিড জাত পাবেন ৩৮০ জন কৃষক। সুখপুকুরিয়া ইউনিয়নে উফশী জাত ৩০০ ও হাইব্রিড জাত পাবেন ৫২০ জন কৃষক। এছাড়া পৌরসভায় উফশী জাত ১১০ জন ও হাইব্রিড জাত পাবেন ২৯৫ জন কৃষক। কৃষক প্রতি উফশী জাতের ধান বীজ ৫ কেজি, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং প্রতিজন কৃষককে ২ কেজি করে হাইব্রিড জাতের ধান বীজ প্রণোদনা হিসাবে দেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস বলেন, সরকার কৃষকদেরকে উন্নত জাত এবং নতুন নতুন উদ্ভাবিত জাতের ধান চাষে উৎসাহিত করতে প্রণোদনা কর্মসুচির আওতায় এসব বীজ ও সার সহায়তা দেওয়া হচ্ছে। যাতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সহজেই স্বল্প সময়ে ও কম খরচে ধান উৎপাদন করতে পারেন।

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ৬:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit