ডেস্ক নিউজ : গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ৮ম কেন্দ্রীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন সমাপ্ত হয়েছে। সম্মেলনের মাধ্যমে গঠিত নতুন কমিটিতে অ্যাডভোকেট মন্টু ঘোষ সভাপতি ও সাদেকুর রহমান শামীম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর বিএমএ মিলনায়তনে শ্রমিকনেতা মন্টু ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে ৬০৪ জন প্রতিনিধি ও পর্যবেক্ষক উপস্থিত ছিলেন।
কাউন্সিলে সাধারণ সম্পাদকের রিপোর্ট উত্থাপন করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার। এ ছাড়াও কাউন্সিলে অডিট কমিটির রিপোর্ট, গঠনতন্ত্র সংশোধন প্রস্তাব, দাবিনামা সমসাময়িককরণ প্রস্তাব গৃহীত হয়। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে। এ ছাড়া কাউন্সিল ৮ জন কেন্দ্রীয় কমিটির সংগঠক নির্বাচিত করেছে।
নতুন কমিটিতে নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি ইদ্রিস আলী, কাজী রুহুল আমীন, জলি তালুকদার, জিয়াউল কবির খোকন ও রাহাতউল্লাহ জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, কোষাধ্যক্ষ আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, দপ্তর সম্পাদক লুৎফর রহমান আকাশ, আইন ও দরকষাকষি সম্পাদক আব্দুস সালাম বাবুল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারিয়া ফেরদৌসি এবং সদস্য আকলিমা আক্তার ডলি, দুলাল সাহা, মোজাম্মেল হক, সাইফুল্লাহ আল মামুন, জয়নাল আবেদীন, শফিকুল ইসলাম পাংখা, শিল্পী আক্তার, নুরুল আবছার লিটন, শাহীন আলম, আবু হানিফ, জাকির হোসেন, দিলীপ দাস, শহীদুল ইসলাম, লাকি আক্তার, ইব্রাহীম ফকির, মুন্নি বেগম, শেখ রাসেল বিপ্লব, রিফাত হাবীব, জাহাঙ্গীর আলম, জাকির হোসেন ও বাবলু হাসান।
এ ছাড়া পূর্ণ দাস, মৈত্রী ঘোষ, আলিফ মিয়া, পলি আক্তার, মোজাম্মেল হক, মামুন হোসেন, ফারুক হোসেন ও শেখ আর্জিদা কেন্দ্রীয় কমিটির সংগঠক নির্বাচিত হয়েছেন
কিউএনবি/আয়শা/১৯ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪২