বাজিকর
————–
পরিচয়হীন পরযায়ী পাখির বাসা
সাফ সুতরা করতে গেলে
পালকের একাকীত্বের বোধটুকু
উড়তে থাকে সময়ের পথে।
পথের পথিক হাটবারে জটলার মাঝখানে
ধান বেঁচে বেদিশায় কিনে আনে কৃমির ঔষধ
আর বিশ্বনাথের ফলের টনিক
সাথে ফ্রি দাঁতের মাজন, চতুর যাদুওয়ালার ।
যাদুওয়ালা বড়ই আজব তামসাদার
কোনাবাড়ী শনিবার হাটে তামসার ভেতরে
লোকে খুঁজে ফেরে ঘাটাইল হাটের পছন্দ ।
যাদুওয়ালা, বাজিকর বড়ই চতুর ।
মধ্যবিত্তের কৃষক দিশা খুঁজে ফেরে পণ্যের মূল্যে
ঠাঠা রৌদ্রে চান্দি পোড়া কপাল আটকে যায়
সার, তেল, নুন, স্কুলের বেতন-ভাতা বৃদ্ধির সাগরে রূপালী ইলিশ, পাতে পাঙাস, করে যাদুকর তালাশ।
মিথ্যে কথার শহরে, গ্রামে, গঞ্জে মায়ের কান্নায়
যুগ যুগান্তর আগে সন্তানের রক্তে জোরে চিৎকার দিয়ে যে ভাষা ভূমিষ্ঠ হয় সেই ভাষায় ঘুম ভাঙাতে
ইদানিং আর সেই সূর্য ওঠে না বলেই
বাজিকর খেলা দেখায় ডিম, পেট্রোল, ডলারে।
হাট ভাঙ্গা মানুষের পথ বিচ্ছিন্ন হয়ে যায় দূরের গ্রামে শুধু গ্রামান্তরে বিবর্ণ গাছে পরযায়ি পাখিরা মধুর লোভে শিমুলের ডালে ডালে উড়ে বেড়ায় তার হাতের ইশারায়
সে বড়ই চতুর বাজিকর , আজব, আর তামসাদার
খেলা দেখায় দ্রব্যে দ্রব্যে মূল্যে মূল্যে নিয়ন্ত্রণের বাজারে।
কবিঃ রেজা রেজাউল করিম।
কিউএনবি/বিপুল/৩১.০৮.২০২২/ রাত ১১.১৫