বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীকে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হামিদুর রহমান। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।
বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এম ওয়াছেল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন ভূঁইয়া বকুল। এ সময় তথাকথিত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠার আহবান জানানো হয়।
কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৪