বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় দু’টি বেসরকারি হাসপাতালকে জরিমানা করা হয়েছে। বুধবার সকালে হওয়া এক অভিযানে কুমারশীল মোড়ের নবজাতক শিশু জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ৫০ হাজার টাকা এবং বসুন্ধরা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নবজাতক হাসপাতালের এনআইসিউ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাস জানান, অব্যবস্থাপনার জন্য দু’টি বেসরকারি হাসপাতালকে জরিমানা করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এর আগে একাধিক অনুমোদনহীন বেসরকারি বেসরকারি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়।
কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৯