তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ইউনিয়ন পরিষদ নিয়ে এক অবহিতকরণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কোর্সের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায় ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসানর এর সভাপতিত্বে রিসোর্সপার্সন হিসেবে আলোচনা করেন, উপজেলা কৃষি অফিসার মো. মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, শিক্ষা অফিসার আবু তাহের ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, ওসি শিবিরুল ইসলাম, উপজেলা ভাইসচেয়ারম্যান পারভিন আক্তার প্রমুখ।
বক্তার বলেন, বর্তমান সরকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের অনেক ক্ষমতা দিয়েছেন। বিচার বিভাগের ক্ষমতা স্থানীয় সরকারের চেয়ারম্যান মেম্বারদের প্রদত্ত করা হয়েছে। সম্পূর্ণ আইনি বিধি-বিধানে স্থানীয় সরকার বিভাগের বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে। কোন আইনে ইউনিয়ন পরিষদ পরিচালনা হচ্ছে, সে বিষয়ে চেয়ারম্যান, মেম্বারদের জানতে হবে। ইউনিয়ন পরিষদ থেকে যে সার্টিফিকেট দেওয়া হয়, সেগুলো যাচাই বাচাই করে বিতরণ করা সহ জন্ম নিবন্ধন, মৃত্যু সার্টিফিকেট, ওয়ারিশান সনদ পত্র সব বিষয়ের গুরুত্ব সহকারে প্রদান করার আহবান জানান।
কিউএনবি/আয়শা/২৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২১