জাগরণ
———-
তোমায় ভেবে ভেবে কেটেছে,
অনেক গুলো প্রহর।
দূরের ঐ অচিন পাখির মতো,
আজ তুমি বড়োই অচেনা আমার কাছে।
অনেকটা সময় পেরিয়েছি,
আজও চেনা হলো না তোমাকে।
তোমার হৃদয়ের ভালোবাসার জানালায়,
কতো স্বপ্ন বুনে ছিলে আমাকে নিয়ে।
আর আজ ,
সবগুলো স্বপ্নে শ্যাওলা পড়ে ঢেকে গেছে।
তুমি হয়েছো, অন্য কারো….
একটা সময় তুমি ছিলে খুব কাছের কেউ।
একেবারে হৃদয়ের গোপন কুটিরে।
ভালোবেসে সযত্নে রেখে ছিলাম আগলে।
কিন্তু আজ,
গোপন কুটিরের দরজা খুলে,
সমস্ত ভালেবাসার বন্ধন ছিন্ন করে ও
তোমাকে পারছি না, কিছুতেই সরাতে।
কবি পরিচিতিঃ গুলজারা বেগম নিয়মিত কাব্যচর্চা করেন। গুলজারা বেগমের ডাক নাম শিল্পী। তাঁর নাম “শিল্পী” নামকরণ যে যথাযথ তা তার সৃজনশীল কাজগুলো দেখলে সহজেই অনুমান করা যায়। নোয়াখালীতে জন্ম নেয়া গুলজারা বেগম এম এ করে শিক্ষকতা পেশায় নিযুক্ত ছিলেন বেশ কবছর। এখন হাউজওয়াইফ। কবিতার ভুবনে স্বল্প সময়ে সবার নজর কেড়েছেন তিনি ।
কিউএনবি/বিপুল/২৪.০৬.২০২২/সন্ধ্যা ৬.৩০