প্রিয় বাংলা তোমায় ভালোবাসি
————————————————–
চারিদিকে দিগন্ত জোড়া সবুজ ফসলের মাঠ
খালে বিলে পুকুরে শাপলা কলমি কচুরী ফুল
মাঝে মাঝে পাকা ধানের মৌ মৌ গন্ধ ভরা
আমি তোমায় ভালোবাসি প্রিয় বাংলা।
বর্ষায় টিনের চালে ঝমঝম বৃষ্টি
শরতের কাশের বনে মাতাল হাওয়া
শীতে কুয়াশায় মোড়ানো রসের হাড়ি
আমি তোমায় ভালোবাসি প্রিয় বাংলা।
কিউএনবি/বিপুল/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১২.২০