নুসাইবা তাসনীম এর কবিতাঃ প্রচ্ছন্ন ভালোবাসা
———————————————————-
আমি আকাশের পানে হাত বাড়াই
আমার দুহাত ভরে নীলিমার নীলে,
আমি বাতাসের পানে হাত বাড়াই
আমার দুহাত ভরে স্নিগ্ধতার পরশে,
আমি জ্যোৎস্নার দিকে হাত বাড়াই
দুহাত ভরে যায় মুঠো মুঠো আলোয়,
আমি আঁধারের দিকে হাত বাড়াই
এই বুঝি ভরে যায় ব্যথার যন্ত্রণায়।
হাঁটি আলগোছে যেন শব্দ না হয়
অবনত মাথা কিছু অপরাধবোধে,
সদাসতর্ক কান তোমার কন্ঠ শুনতে
ভালোবাসা অবিরাম সদা প্রবহমান।
সাধ জাগে আবার মুখামুখি বসার
সাধ জাগে খুনসুড়িতে মেতে উঠার,
ছাদের কার্ণিশে বসে তুমি আমি দুজনে
আবার মেতে উঠি দুজন কথার কুঁজনে।
বলো কতদিন দেখা হয় না আমাদের
হয়তো কথা হয় না আরো বহু কাল,
তবু আনমনে তোমার ছবি আঁকি অকপটে
মরিচা ধরা মনের অস্পষ্ট ক্যানভাসে,
দিনের আলোর শেষে রাতের আঁধার
আঁধারের আঘাতে রাতেরও অবসান,
সূর্য্যাস্তের মতো স্মৃতিরাও মলিন হতে থাকে
স্মৃতি ভুলি সিগারেট আর চায়ের কাপে।
কবি পরিচিতিঃ নুসাইবা তাসনীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম বিভাগের সাবেক ছাত্রী ,বর্তমানে সুইডেন প্রবাসী। মাঝে মাঝেই তার কলম থেকে কাব্য ঝরে, প্রকাশ পায় জীবনের কথা।
কিউএনবি/বিপুল/১৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১১.৪৬