শহর জুড়ে বৃষ্টি নামুক
——————————-
শহর জুড়ে বৃষ্টি নামুক
ভিজিয়ে দিক তোমার মন,
বাদল হাওয়া সুবাস জুড়ে
বৃষ্টি নামুক এই অন্তরে।
বৃষ্টি নামুক চোখের তারায়
নোনাজলের গভীর মায়ায়,
এই শহরের তপ্ত নিশ্বাসে
নিঝুম বর্ষায় অপার আশ্বাসে।
বৃষ্টি নামুক নৃত্য গীতে ছন্দে
কিশোরীর মনের দ্বন্ধে,
নূপুরের নিস্বনে মনের ভাবনায়
বর্ষা রাতের অভিসারের কায়ায়।
বৃষ্টি নামুক কৃষ্ণচূড়ার লালে
বেলীর সুবাস ছড়িয়ে মনে,
রাতের রজনীগন্ধার ঘ্রাণে
নিজেকে বিলিয়ে ধরাধামে।
বৃষ্টি নামুক মনের জানালায়
শব্দরা সব উঠুক মেতে ,
নতুন কবিতার সুরের ধারায়
আপন ছন্দ মনে গেথে।
কিউএনবি/বিপুল/১১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪.৩৬