মনিরুল ইসলাম মনি ; শার্শা (যঙশোর) সংবাদদাতা : যশোর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম বলেছেন, দেশকে সচল করতে রাজপথে নামতে হবে। বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানেকে দেশে আনতে হবে। তার জন্য বেনাপোল পৌর বিএনপিতে নবীন ও প্রবিনের সম্বন্ময়ে একটি নতুন কমিটি গঠন করতে হবে।
প্রধান অতিথি বলেন, আর ঘরে বসে থাকার সময় নয়। এখনি রাজ পথে নামতে হবে। দেশ আজ দেশ নেই।
দেশ আজ লুটেরাদের দখলে। তাই দেশকে বাঁচাতে অবৈধ্য সরকারের সাথে থাকা হায়নাদের হাত থেকে দেশকে রক্ষা করতে কঠোর ও কঠিন আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। দেশের মানুষ করোনার মহামারী কাটিয়ে উঠতে না উঠতেই দ্রব্য মুল্যের উর্দ্ধগতি। তেল, চাল, সার, কীটনাশক, ডিজেল, ঔষধসহ নিত্য প্রয়োজনীয় প্রতিটি পন্যের মুল্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। যে কারনে দেশের সিংহ ভাগ শ্রমিক শ্রেনীর মেহনতী দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া মানুষ অসহায় দিন যাপন করছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছে। কাজ নেই। টাকা নেই। সাধারন মানুষের আয় থেমে থাকলেও ব্যায় থেমে নেই।
তিনি বলেন দেশের মানুষ আজ অসহায়। এ জন্য দেশের মানুষকে বাঁচাতে ,দেশের গনতন্ত্রকে বাঁচাতে , মানুষের মৌলিক অধিকার ভোটের অধিকার ফিরিয়ে আনতে , রাতের ভোট দিনের আলোয় করতে, আর একটা যুদ্ধ প্রয়োজন। তাই এই যুদ্ধে অংশ নিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মিকে প্রস্তুত হতে হবে। তিনি বলেন এই সরকার অবৈধ্য। আর বিনা ভোটের এই অবৈধ্য সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না। প্রধান অতিথি আরও বলেন, লাইফ সাপোর্টে থাকা এই জালিম সরকারকে গত ১২/১৩ বছর ধরে অক্সিজেন দিয়ে আসছে পুলিশ। সেই পুলিশ ও দিল্লি যতই এই সরকারের সাথে থাকুক আগামী নির্বাচনে দেশের জনগন বিএনপি’র সাথে থাকবে। তিনি সরকারকে অবৈধ্য ক্ষমতা ছেড়ে দিয়ে আগামীতে একটি নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের জন্য আহবান জানান।
শনিবার যশোরের বেনাপোল পৌর বিএনপি’র নব-গঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি অধ্যাপিকা নার্গিস বেগম বলেন, কোন ভেদাভেদ নয় তৃনমুল পর্যায় সকল ত্যাগী নেতা কর্মিদের সাথে নিয়ে সবার মতামতের ভিত্তিতে গনতান্ত্রিক ভাবে ওয়ার্ড গঠন করতে হবে। শনিবার বেলা ১১ টায় বেনাপোল বাজারে একটি হোটেলে অনুষ্ঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভায় সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপি’র আহবায়ক নাজিম উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন যশোর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সচিব এ্যাড সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, যশোর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাড. জাফর সাদিক, আব্দুস সালাম আজাদ, মিজানুর রহমান খান, যশোর নগর বিএনপি’র আহবায়ক ও সাবেক মেয়র মারুফুল ইসলাম মারুফ, শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপি’র সদস্য মাসুদুর রহমান মিলন, যুবদলের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপি’র সদস্য হাবিবুর রহমান হবি প্রমুখ। পরিচিতি সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির, আশরাফুল আলম, মনিরুল ইসলাম মনিসহ বেনাপোল পৌর বিএনপি’র সকল সদস্য ও যুবদল, ছাত্রদল, কৃষকদল,সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালন করেনবেনাপোলপৌর বিএন’ির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন।
সভায় প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগম বেনাপোল পৌর বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে আগামী ১ মাসের মধ্যে ৯টি ওয়ার্ড কমিটি গঠনের রুপরেখা বিস্তারিত ভাবে থুলে ধরেন।
কিউএনবি/আয়শা/১২ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৬