তরিকুল ইসলাম ,ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের ঝিকরগাছা পৌর সভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামালের শশুর রেজাউল হক (৮৭) আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার দুপুরে উপজেলার বিষহরি গ্রাম। জানাগেছে, গত ২০ ফেব্রুয়ারী তিনি যশোরের বাড়ি থেকে একা গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
সেখানে অবস্থান করাকালিন শুক্রবার দুপুরে প্রতিবেশীদের অগোচরে নিজ ঘরের আড়ার সাথে গলায়দড়ি দিয়ে আত্মহত্যা করে। রেজাউল হক দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় বিষন্নতায় ভুগছিলেন। খবর পেয়ে এদিন বিকালে ঝিকরগাছা থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। রাতে ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের বিষহরি গ্রামের বাড়িতে লাশ দাফন করা হয়েছে বলে জানাগেছে।
কিউএনবি/অনিমা/২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৮