স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুর প্রেসক্লাবের দাতা সদস্য ও জেএস সমিল এন্ড ট্রিটমেন্টপ্লান্টের স্বত্তাধিকারী লন্ডন প্রবাসী খন্দকার জাহাঙ্গীর আলমের শ্বশুর নওয়াব আলী খাঁ শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে সোমবার রাত আটটার দিকে যশোরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন(ইন্নালিল্লাহী——-রাজেউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে সদর ইউনিয়নের খর্দগাংড়া গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে দাফন করা হয়।
নওয়াব আলী খাঁর ছোটছেলে জাকির হোসেন জানান, দীর্ঘদিন ধরে তার পিতা হৃদ ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকালে তার পিতার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তিনি ইন্তিকাল করেন। নওয়াব আলী খাঁর সাত ছেলে-মেয়ের মধ্যে বড় মেয়ে জামাই দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। এ দিকে জাহাঙ্গীর আলমের শ্বশুরের মৃত্যুতে আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক ও প্রেসক্লাব নেতৃবৃন্দ।
কিউএনবি/আয়শা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/ সন্ধ্যা ৬:৫০