স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে ব্যাটারির এসিড মিশ্রিত পানি করায় সোমবার রাত ১২ টার দিকে বিল্লাল হোসেন গাজী নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। বিল্লাল গাজী উপজেলার শেখপাড়া রোহিতা গ্রামের সবেদ আলী গাজীর ছেলে। এলাকাবাসী জানায়, গত সপ্তাহে যশোরের পুলেরহাট বাজারে বিল্লাল হোসেনের সাথে অপর এক ইজিবাইক চালক আশিকের মারামারি হয়। এতে বিল্লাল আহত হয়।
বিল্লাল হোসেনের চাচাতভাই দেলোয়ার হোসেন অভিযোগ করেন. মারামারির সময় আশিক বিল্লাল হোসেনের মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে সে মানষিক ভারসাম্য হারিয়ে ফেলেন। গত রোববার রাতে ভুলবশত বিল্লাল হোসেন ঘরে রাখা ব্যাটারীর এসিড মিশ্রিত পানি করে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিল্লালকে ওই রাতেই যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১২ টার দিকে বিল্লালের মৃত্যু হয়। এসআই গোলাম রসুল জানান, এ ঘটনায় বিল্লালের পরিবার থেকে কোতয়ালী থানায় একটি অভিযোগ করা হয়েছে।
কিউএনবি/অনিমা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫