স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের বসুন্দিয়া হতে নাভারন-বাগআচড়ার পরীবর্তে মনিরামপুর, কেশবপুর-সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেললাইন নির্মাণের দাবীতে মঙ্গলবার মনিরামপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রিপোটার্স ক্লাবের আয়োজনে বিকেলে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
মনিরামপুর রিপোটার্স ক্লাবের আহবায়ক সুমন চক্রবর্তীর সভাপতিত্বে এবং রাশেদ আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমরেড গাজী আব্দুল হামিদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, পৌর যুবলীগের সভাপতি লুৎফর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, মেহেদী হাসান, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম আহবায়ক টিপু সুলতান, ওয়াজেদ আলী, এইচ এম বাবুল আক্তার, জেমস রহিম রানা, আব্দুল্লাহ আল মামুন, মারিয়া রহমান, বিথীকা সুলতানা, মাসুমা আক্তার মিথিলা, তহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, সাথী চক্রবর্তী এফএসডিও সভাপতি দেব বিশ্বাস, বন্ধনের সভাপতি মুরশিদ হাসান ইমন, সোহাগ হাসান লিপু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি নাভারন-বাগআচড়া হয়ে সাতক্ষীরা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এ রেল ঢাকা থেকে পদ্মা সেতু, বসুন্দিয়া, যশোর,নাভারন হয়ে সাতক্ষীরা পর্যন্ত চলাচল করবে। বসুন্দিয়া হতে সাতক্ষীরার দুরত্ব হবে ৯২ কিলোমিটার। কিন্তু এ পথটি পরিবর্তন করে বসুন্দিয়া হতে মনিরামপুর, কেশবপুর, সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্তন নির্মাণ করা হলে দুরত্ব হবে মাত্র ৪৯ কিলোমিটার। তখন রেল পথের দুরত্ব কমবে ৪৩ কিলোমিটার। ফলে সরকারকে অতিরিক্ত কোন অর্থ ব্যয়ের প্রয়োজন হবে না। এতে করে যশোরের প্রায় সবকটি উপজেলা রেলপথ নেটওয়ার্কের আওতায় আসবে। অবিলম্বে বসুন্দিয়া হতে মনিরামপুর, কেশবপুর, সাগরদাঁড়ি হয়ে সাতক্ষীরা পর্যন্ত রেললাইন নির্মাণের দাবী জানানো হয়।
কিউএনবি/অনিমা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৪