মিজানুর রহমান মিন্টুজয়পুরহাট প্রতিনিধি : ৭ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮ নং আওলাই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বামী ও স্ত্রী প্রতিদ্বন্দ্বীতা করছেন। শনিবার তাদের নামে প্রতীকও বরাদ্দ দিয়েছেন নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।এছাড়াও আরো ৫ জন সহ মোট ৭ জন প্রার্থী এ নির্বাচনে চেয়ারম্যান প্রতিদ্বন্দীতা করছেন। প্রার্থীরা হলেন, আ.লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী একরামুল হক চৌধুরী (তাওহীদ) মোটরসাইকেল প্রতীক ও তাঁর স্ত্রী নিলুফা আক্তার লিপি রজনীগন্ধা প্রতীক, এস এম ইব্রাহিম হোসাইন নৌকা প্রতীক, আব্দুর রাজ্জাক মন্ডল ঘোড়া প্রতীক, ওবায়দুর রহমান চশমা প্রতীক, সোহেল ফকির টেলিফোন প্রতীক ও আজিজুল হক আনারস প্রতীক।
আওলাই ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার জানান, আ.লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী স্বামী একরামুল হক চৌধুরী (তাওহীদ) ও তাঁর স্ত্রী নিলুফা আক্তার লিপি দুইজনই চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। এর পিছনে কারণ হলো কোন কারণে স্বামী তাওহীদের প্রার্থীতা বাতিল হলে স্ত্রী নিলুফা আক্তার প্রতিদ্বন্দ্বীতা করতেন। যেহেতু দুইজনেরই প্রার্থীতা বৈধ হয়েছে এবং প্রার্থীতা প্রত্যাহারও করেননি। তাই এখন হয়তবা স্ত্রী নিলুফা আক্তার প্রচারনা চালাবেন না।
আ.লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী স্বামী একরামুল হক চৌধুরী (তাওহীদ) ও তাঁর স্ত্রী নিলুফা আক্তার লিপি এ বিষয়ে কথা বলতে তাদের মোবাইলে যোগাযোগ করলে তারা কোন মতামত দিতে রাজিহননি।পাঁচবিবি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.শহিদুল ইসলাম জানান, আগামী ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ৭ম ধাপের (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরেপক্ষ করতে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। ৮নং আওলাই (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪৬৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২৩০৬ ও নারী ভোটার ১২৩৪৯ জন ।
কিউএনবি/অনিমা/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /বিকাল ৫:৫৪