রহস্যময় সত্য
——————————————————————-
কে বলে পৃথিবীতে এত দুঃখ!
জেনে রেখো দুঃখ এক অলৌকিক আলোকবর্তিকা
আমি আল পেরিয়ে সন্ধ্যার কাছে আসি
চিবুকে জমিয়ে রাখি শত জনমের রহস্যময় সত্য
মৃত্যু সত্য
মৃত্যুর পর যে শোক
ধীরে ধীরে ফিকে করে দেয়
প্রতিদিনের আকাশ
আবার একটা আলোর পথ
এই যে সন্ধ্যা
গোধূলির পাতা ঝরার বেলা
পাখিদের ডানার শব্দের গাঢ় রঙে
অন্ধকারের রাত
মৃত্যুর বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে কলম, কালি, শব্দেরা
অন্ধকারে আমি পতাকা উড়াই
পতাকার গায়ে লেখা মৃত্যুর শব্দ থেকে
ছাঁকনি দিয়ে ছেঁকে নিই প্রেম
নক্ষত্রেরা জেগে ওঠে
সব মৃতমুখে হাসি দেখি
বিধাতার সঙ্গে ওরা দেয়ালা করে।
আবার একটা সুর্য উঠবে জয়ডঙ্কা বাজিয়ে।
কিউএনবি/বিপুল/ ২২শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ৯:৩৪