ডেস্কনিউজঃ লেখক সাগর আহমেদ আরিফ এর প্রথম উপন্যাস “তিন নয়নের যাত্রা” যা ২০১৪ সালের ১২ই জুন নেত্রকোনা জেলা আনসার অফিসের সামনে এক যন্ত্রদানবের আঘাতে হারিয়ে যায় তিনটি নক্ষত্র। সে এক আশ্চর্য হৃদয়বিদারক ঘটনা। যা হাজারো মানুষকে চোখের জলে ভাসিয়েছিল। সেই বাস্তব ঘটনাকে কেন্দ্র করে চোখের জলে লেখা, লেখকের এই উপন্যাসখানি।
যা ইতোমধ্যে পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। যার হাত ধরে ২০২২ বই মেলায় তুমুল জনপ্রিয়তা পেয়েছে বইটি। এবং পাঠক মহলে তৈরি করেছে আলোচনা ও সমালোচনার। তাঁর লেখা পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছে। যার ফলশ্রুতিতে প্রচুর পরিমান বই বিক্রি হয়েছে নেত্রকোনা বইমেলা থেকে।
লেখক বলেছেন, তাঁর লেখা পাঠক হৃদয়ে জায়গা পেলেই তাঁর স্বার্থকতা। এবং পাঠক যদি উৎসাহিত করে তবে ভবিষ্যতে লেখাই হবে তাঁর একমাত্র হাতিয়ার। বর্তমানে সে প্রফেসর ননী গোপাল সরকার(স্যারের) সান্নিধ্যে থেকে সাহিত্য চর্যা করে যাচ্ছেন।
কিউএনবি/বিপুল/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ৮:২৯