গত বছরটি আমাকে বদলে দিয়েছে…
এটি আমাকে বিশ্বাস করতে শিখিয়েছে ঘটনা ঘটতে থাকবে এবং সেগুলো যত মন্দই হোক তাকে গ্রহণ করতে হবে। খুব খারাপ কিছু প্রত্যাশা করলেই যে তা ঘটবে তা-ও নয়। ভালো-মন্দ দুটোই ক্ষণস্থায়ী।
অনেক চেষ্টা করেও কাউকে ধরে রাখা যায় না। আবার যত অঘটনই ঘটুক, যে থাকার সে থাকবেই। আপনি নিজেই নিজের রক্ষাকারী এ বিষয়টিও আমি গত বছর শিখেছি। আপনি যদি নিজেকে রক্ষা করতে না পারেন, তবে অন্য কেউ করবে না।
গত বছরটি আমার জন্য গেম চেঞ্জার ছিল।
কিউএনবি/অনিমা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ সকাল ১১:০৭