বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত-সমালোচিত নাম জায়েদ খান। মূলত নায়ক হিসেবেই তাকে সবাই চেনেন, এবার একেবারে নতুন রূপে হাজির হচ্ছেন তিনি। ঢালিউডের এই পরিচিত মুখ এবার ধরা দেবেন উপস্থাপক হিসেবে। নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রবাসী বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’–এর নতুন অনুষ্ঠান ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর মাধ্যমে শুরু হচ্ছে তার উপস্থাপনার নতুন অধ্যায়।
‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে টিক্কা খানের ভূমিকায় অভিনয় করেছিলেন জায়েদ খান। কয়েক সেকেন্ডে পর্দায় দেখা গিয়েছিল তাকে। তার জন্য বরাদ্দ ছিল একবাক্যের একটি সংলাপ। এতেই বাজিমাত করেছেন তিনি। বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন জায়েদ খান। তবে এখানেই থেমে থাকতে চান না তিনি। ভবিষ্যতে হলিউডের পর্দায় নিজের উপস্থিতি দেখতে চান ঢালিউডের এই পরিচিত মুখ।
কিউএনবি/আয়শা//০৩ জুলাই ২০২৫,/ সন্ধ্যা ৭:২১