বিনোদন ডেস্ক : অভিনেত্রীর পদত্যাগের খবরের মাত্র দুই দিন আগেই মঙ্গলবার (১ জুলাই) চলচ্চিত্র নির্মাণের জন্য ৩২টি চলচ্চিত্রে মোট ১৩ কোটি টাকা অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর মাঝেই মমর পদত্যাগের খবর বিভিন্ন মহলে জল্পনা তৈরি করছে।
অনুদান পাওয়া চলচ্চিত্র প্রসঙ্গে জানতে চাইলে এ অভিনেত্রী বলেন,অনুদানের যে প্রজ্ঞাপন জারি হয়েছে, যে সিনেমাগুলো অনুদান পাচ্ছে সেগুলো অন্তর্বর্তী সরকারের অনুদান পাচ্ছে। তাতে আমার কোনো অংশীদারীত্ব নেই। সিনেমা নির্বাচন, বাছাই ও চূড়ান্তকরণেও আমার কোনো সংশ্লিষ্টতা নেই।
চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্য নিয়ে সংস্কারের আশায় গত বছরের ৭ অক্টোবর সরকারি অনুদানের জন্য চলচ্চিত্র বাছাই কার্যক্রমের অংশ হিসেবে ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’ পুনর্গঠন করা হয়। যেখানে ১০ সদস্যের একজন ছিলেন মম।
কিউএনবি/আয়শা//০৩ জুলাই ২০২৫,/ সন্ধ্যা ৭:৪০