স্পোর্টস ডেস্ক : লড়াই করেও শক্তিশালী আজারবাইজানের বিপক্ষে ২-১ গোলে হেরে গেল বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচ হারল বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে সিরিজে আগের ম্যাচে ১-০ গোলে হেরেছিল দল। মঙ্গলবার ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজারবাইজানের কাছে হারে স্বাগতিকরা।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৩০ ধাপ এগিয়ে থাকা আজারবাইজানকে লিড এনে দেন জাফরজাদা সেভিনি। প্রথমার্ধেই সমতা ফেরান মারিয়া মান্দা। শেষ দিকে জয়সূচক গোলটি করেন মানিয়া ইসরা।
খেলার ১৯ মিনিটে সতীর্থের ক্রসে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন শেভিঞ্জই। লাফিয়েও বলের নাগাল পাননি রুপনা। ৩২ মিনিটে দারুণ সুযোগ নষ্ট হয় বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমার থ্রু পাস ধরে মনিকা চাকমা শটও নিয়েছিলেন। গোলকিপার দ্রুত পোস্ট ছেড়ে বেরিয়ে এসে পথ আগলে দাঁড়ালে বল তার গায়ে লাগে।
পরের মিনিটেই মারিয়ার চোখ জুড়ানো গোলে সমতায় ফেরে বাংলাদেশ। স্বপ্না রানীর কর্নার থেকে উড়ে আসা বল গোলকিপার ফিস্ট করার পর বক্সের ভেতরেই পেয়ে যান মারিয়া। দুই নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী এই মিডফিল্ডারের শট বাতাসে ভেসে সব ডিফেন্ডারের ওপর দিয়ে খুঁজে নেয় জাল। গোলকিপার প্রতিরোধের সুযোগই পাননি।
রুপনার ক্ষিপ্রতায় ৩৮ মিনিটে গোল হজম করা থেকে বেঁচেছে বাংলাদেশ। সতীর্থের পাস হেডে বের করে নিয়েছিলেন মানিয়া ইসরা। তবে আজারবাইজানের এই মিডফিল্ডার শট নেওয়ার আগেই ছুটে এসে বল গ্লাভসে তালুবন্দি করেন রুপনা।
বিরতির পর দুই দলই গোলের সুযোগ তৈরি করার চেষ্টা করে। আজারবাইজান বারকয়েক রুপনার পরীক্ষাও নেয়। শেষ পর্যন্ত সফল হয়েছে ৮৩ মিনিটে। বাঁ প্রান্তে ইয়েলিজের ক্রসে মানিয়া ইসরা আনমার্কড অবস্থায় দৌড়ে এসে চলতি বলে ডান পায়ের জোরালো শটে জাল কাঁপান। এই গোল আর শোধ দেওয়া হয়নি স্বাগতিকদের। হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পিটার বাটলারের দলকে।
কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৫,/রাত ১১:১২