বিনোদন ডেস্ক : কলকাতার ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা, সব জায়গাতেই বেশ চমক দেখাচ্ছেন স্বস্তিকা দত্ত। একের পর এক চরিত্রে নিজেকে ভাঙছেন, আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয়ে আনছেন নতুনত্ব। ইতোমধ্যে ধারাবাহিকের কাজের ফাঁকেই শেষ করেছেন ওয়েব সিরিজ ও বড়পর্দার শুটিং। আর ঠিক সেই ব্যস্ততার মধ্যেই এলো নতুন এক চমক, আগামী কয়েক দিনের মধ্যেই মুক্তি পাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিরিজ ‘খুঁজেছি তোকে রাত বিরেতে’।গৌরব চক্রবর্তী ও অনিন্দ্য সেনগুপ্তর সঙ্গে একই ফ্রেমে দেখা যাবে স্বস্তিকাকে, যেখানে প্রেম, দ্বন্দ্ব আর অন্ধকার রহস্যের আবহে জড়িয়ে আছে তাদের গল্প।








