তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৬ নভেম্বর) সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার মো. মানিক মিয়ার সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফিউল ইসলাম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান, স্বাস্থ্য পরিদর্শক সুব্রত চক্রবর্তী।
এ সময় উপস্থিত ছিলেন, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার দীপক চন্দ্র দেবনাথ, প্রোগ্রাম অর্গানাজার সজীব তালুকদার, মাঠ অর্গানাজার মো. মোশাহিদ মিয়া প্রমুখ। এ সময় বক্তারা, ডায়াবেটিস নিয়ন্ত্রনে পরিমিত খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম চর্চা ও দুশ্চিন্তা মুক্ত থেকে কায়িক শ্রম করতে পারলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে বলে জানান। একটি সুস্থ্য জীবন মানেই, একটি সুস্থ্য পরিবার, কাজেই সুস্থ্য জীবন যাপনের লক্ষে সকলকে দিকনির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়।
কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪