আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশি নাগরিকদের বি-১ ও বি-২ ভিসার ক্ষেত্রে দিতে হবে বন্ড। ন্যূনতম ৫ হাজার ডলার থেকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত এই বন্ড কীভাবে দিতে হবে তার একটি দিকনির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
দূতাবাসের নির্দেশনায় আছে, ভিসা ইন্টারভিউয়ের পর যোগ্য হলে কনসুলার কর্মকর্তা আপনাকে pay.gov এর সরাসরি লিংকসহ পরিশোধের নির্দেশনা দেবেন। বন্ড পরিশোধ করতে হবে ৩০ দিনের মধ্যে। সর্বোচ্চ তিন মাস মেয়াদি, একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা দেওয়া হবে।
নির্ধারিত কিছু পোর্ট অব এন্ট্রি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। এছাড়া দেশে ফিরে আসার পর ভিসার সব শর্ত পূরণ হলে বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং অর্থ ফেরত দেওয়া হবে (শর্তের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে কাজ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফেরা)।
কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৬,/রাত ১২:১৪