শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার মদন উপজেলায় ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার (২নভেম্বর) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে নেত্রকোণা জেলার মদন উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
অভিযুক্ত ছেলে হচ্ছেন, সাজ্জাদ মিয়া (২৫)। পরিবার ও স্থানীয় একাধিক বাসিন্দা জানান – সাজ্জাদ মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিভিন্ন স্হানে ঘুরাফেরা করেন। স্থানীয়দের বরাতে মদন থানার ওসি মো. শামসুল আলম শাহ্ জানান, শনিবার রাতে প্রতিদিনের মতো খাবার শেষে নিজ বসতঘরে ঘুমিয়ে পড়েন মোস্তফা মিয়া।
পরে ছেলে সাজ্জাদ হঠাৎ ঘরে ঢুকে বাবাকে আঘাত করেন। লাঠির আঘাতে ঘটনাস্থলেই মোস্তফা মিয়া মারা যান। মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।
কিউএনবি/খোরশেদ/০৩ নভেম্বর ২০২৫,/দুপুর ১:৪০