স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা জানিয়েছেন তার পছন্দের সেরা পাঁচ ভারতীয় ওয়ানডে ব্যাটারের নাম। তালিকার এক বিরাট কোহলি সহ চার ব্যাটারের নাম থাকলেও সেখানে জায়গা পাননি বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগ।
তালিকার দ্বিতীয় স্থানে রোহিত শর্মা, তৃতীয় স্থানে আছেন শচীন টেন্ডুলকার, চতুর্থে সাবেক অধিনায়ক এমএস ধোনি এবং পঞ্চম স্থানে রয়েছেন যুবরাজ সিং। তবে অবাক করার বিষয়, তবে বিস্ময়করভাবে তালিকায় জায়গা পাননি বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগ।
তার এই র্যাঙ্কিং প্রকাশের পর থেকেই ক্রিকেটভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। শচীন তাঁর ওয়ানডে ক্যারিয়ারে ৪৬৩ ম্যাচে করেছেন ১৮,৪২৬ রান, আর রোহিত এখন পর্যন্ত ২৭৬ ম্যাচে করেছেন ১১,৩৭০ রান। ম্যাকগ্রা রোহিতের ওয়ানডে রেকর্ডকে বলেছেন ‘অবিশ্বাস্য’।
ম্যাকগ্রা বলেন, ‘আমার দ্বিতীয় পছন্দ রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে তার পরিসংখ্যান এবং খেলার ধরণ সত্যিই অবিশ্বাস্য। তিনটি ডাবল সেঞ্চুরি ও সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংস, এমন রেকর্ড এক কথায় অনন্য। ২৭৬ ম্যাচে ১১ হাজারের বেশি রান, অসাধারণ পারফরম্যান্স।’ তিনি আরো যোগ করেন, ‘প্রথম স্থানে বিরাট কোহলি। তার রানসংখ্যা, গড় ও স্ট্রাইক রেট, সবকিছুই অবিশ্বাস্য।’
এদিকে, রোহিত শর্মা সম্প্রতি ইতিহাস গড়েছেন। তিনি এখন ভারতের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ের এক নম্বরে উঠেছেন। বর্তমান অধিনায়ক শুভমান গিলকে পেছনে ফেলে ৩৮ বছর ১৮২ দিন বয়সে প্রথমবারের মতো শীর্ষস্থানে উঠে আসেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্যসমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সই তাকে এই অর্জন এনে দিয়েছে। সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রোহিত। তিন ম্যাচে করেছেন ২০২ রান, গড় ১০১। এর ফলেই জিতেছেন ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ পুরস্কারও। অন্যদিকে, শুভমান গিল করেছেন মাত্র ৪৩ রান।
কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:১৮