আদালত প্রতিনিধি : আগামী ৭ দিনের মধ্যে অনিয়ম, অসঙ্গতি এবং ভুলে ভরা প্রশ্নে পরীক্ষা নেওয়ার কারণে ৪৭তম বিসিএসের প্রিলি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন(পিএসসি) চেয়ারম্যান কে উকিল নোটিশ পাঠিয়েছেন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জালাল আহমদ।
আজ ৩০ অক্টোবর (২০২৫) বৃহস্পতিবার দুপুরে জালাল আহমেদের পক্ষে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি)চেয়ারম্যানের নিকট এ লিগ্যাল নোটিশ পাঠান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন (মুন্সী বেল্লাল)। উকিল নোটিশে বলা হয় ,”৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা গত ১৯ সেপ্টেম্বর(২০২৫) শুক্রবার সারাদেশে অনুষ্ঠিত হয়েছে।অনিয়ম, অসঙ্গতি এবং ভুলে ভরা প্রশ্নের ৪৭তম বিসিএসের প্রিলি পরীক্ষা এতোটাই জটিল হয়েছে যে,ভালো করে পড়ে বুঝতেই ২ ঘণ্টা সময় লেগে যায়।সঠিক উত্তর বৃত্ত ভরাট তো দূরের কথা! সময়ের সাথে সামঞ্জস্য রেখেই প্রশ্নপত্র তৈরি করা উচিত ছিলো।”
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় কিছু ভুল-ত্রুটি ছিল উল্লেখ করে আরও জানানো হয় ,”৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার কিছু ভুল-ত্রুটি ছিল।যেমন-
১)সেট-১ এর ১৪৬ নম্বর প্রশ্নে একটি কম্পিউটারের প্রসেসরের ক্লক স্পিড ৪.০০ গিগাহার্জ হলে ক্লক সাইকেল টাইম কত হবে—এমন প্রশ্ন করা হয়। চারটি অপশনের কোনোটিই সঠিক নয় বলে আমরা জানতে পেরেছি।তবে এই প্রশ্নের “সঠিক উত্তর হবে ০.২৫ ন্যানোসেকেন্ড, যা অপশনগুলোতে ছিল না।”২) সেট-১ এর ১১০ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়, ‘ইরানের ফোর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোন প্রদেশে অবস্থিত? কিন্তু দেওয়া চারটি অপশনেই সঠিক উত্তর নেই।সঠিক উত্তর ‘কোম’ অনুপস্থিত।
কয়েকটি প্রশ্নে ডাবল উত্তর ছিলো বলে অভিযোগ করে বলা হয় যে,সেট-১ এর ১২০ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়, কোন দেশটি OPEC এর সদস্য নয়? এখানে ৪টি অপশন আছে, যেখানে দুটি উত্তর হতে পারে-১) ইন্দোনেশিয়া এবং ২) বাংলাদেশ।এই রকম একাধিক উত্তর হতে পারে এমন প্রশ্ন আছে ১৫/১৬টি ।তাছাড়া খুলনায় ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে এমন অভিযোগ রয়েছে।
এবারে সবচেয়ে কম উত্তীর্ণ হয়েছে মর্মে অভিযোগ এনে বলা হয়,”এবারের ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ প্রার্থী। গত আটটি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, সাধারণ বিসিএসের মধ্যে সবচেয়ে কম এবার উত্তীর্ণ হয়েছেন।কম টিকানোর যৌক্তিক কারণ পিএসসির কাছে আমরা জানতে চাওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, আগামী ৭ দিনের মধ্যেই অনিয়ম, অসঙ্গতি এবং ভুলে ভরা প্রশ্নের ৪৭তম বিসিএসের প্রিলি পরীক্ষা বাতিল করে নির্ভুল এবং স্বচ্ছ প্রশ্নপত্র তৈরি করার মাধ্যমে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হবেন এবং এর সম্পূর্ণ দায়ভার নোটিশপ্রাপ্ত কর্তৃপক্ষকে বহন করতে হবে।
কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/রাত ৯:১২