সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় ৭নং সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার শহিদ মেজর নাজমুল হক এর ৫৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২ টায় নওগাঁ জেলা প্রেসক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ড আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা এস,এম, সিরাজুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ড আহবায়ক ও জাতীয় নির্বাহী কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জহুরুল আলম তরফদার (রুকু), বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড সদস্য সচিব, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মুহঃ ওয়ালিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লেখক কলামিস্ট রফিকুল ইসলাম রফিক, জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম আজাদ হোসেন মুরাদ, জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবির উদ্দীন সহ প্রমুখ। এর আগে সকাল সাড়ে ৮ টায় কেডির মোড়ে শহীদ মেজর নাজমুল হক এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করে। আলোচনা সভার শেষে সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কিউএনবি/অনিমা/২৭ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ২:৫৬