আলমগীর মানিক,রাঙামাটি : আগামী ১৯ শে অক্টোবর রোববার রাঙামাটিতে অনুষ্টিত হতে যাওয়া পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠকটি অবশেষে স্থগিতের ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জারিকৃত এক পত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন এর সচিব (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সাহাব উদ্দিন স্বাক্ষরিত স্মারক নাম্বার-পাচভূবিনিক/ খাগড়া-৫৫ তারিখ: ১৬/১০/২০২৫ ইং এ জারিকৃত এক পত্রে উল্লেখ করা হয়, স্মারক নাম্বার-পাচভূবিনিক/খাগড়া-৪৮, তারিখ: ০৭/১০/২০২৫ এর মাধ্যমে অদিষ্ট হইয়া কমিশনের সন্মনিত সকল সদস্যগণকে সদয় অবগত করানো যাইতেছে যে, সূত্রোক্ত স্মারকমূলে রাঙামাটি জেলা পরিষদ ভবনে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের শাখা কার্যালয়ে আগামী ১৯/১০/২০২৫ ইং তারিখ রোববার সকাল ১১ টায় ভূমি কমিশনের আহবানকৃত সভাটি অনিবার্য কারণ বশত: স্থগিত করা হইলো। পরবর্তীত তারিখ পরবর্তীতে জানানো হবে বলেও উল্লেখ করা হয় উক্ত পত্রে।
উল্লেখ্য, সম্প্রতি পার্বত্য ভূমি কমিশনের এই সভাটি স্থগিতের দাবি জানিয়ে তিন পার্বত্য জেলায় পার্বত্য নাগরিক পরিষদ ও ছাত্র পরিষদসহ বিভিন্ন ছাত্র সমাজের পক্ষ থেকে নানান কর্মসূচী পালন করা হয়।সর্বশেষ বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের স্থানীয় এক রেস্তোরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ জানান, ছাত্র-জনতার পক্ষে পিসিসিপি’র আট দফা দাবি বাস্তবায়ন না করে রোববার ভূমি কমিশনের বৈঠক করার চেষ্টা করা হলে তা রাঙামাটির শান্তিপ্রিয় জনতাকে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে।এই সভা স্থগিত না হলে বৈঠকের দিন ১৯ অক্টোবর রবিবার সারাদিন ব্যাপি রাঙামাটি শহরের প্রতিটি মোড়ে দেশপ্রেমিক ছাত্র- জনতা অবস্থান নিয়ে বৈঠকের স্থান ঘেরাওসহ পৌর এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হবে বলেও জানিয়েছেন সংবাদ সম্মেলন আয়োজনকারিরা।
কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২৫,/রাত ৯:২১