আন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর থেকেই আইএইএ’র সঙ্গে সহযোগিতা বন্ধ করে দেয় ইরান। এমন পদক্ষেপে পশ্চিমাদের তোপের মুখে পড়ে তেহরান। তবে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের কঠোর অবস্থাও টলাতে পারছে না ইরানকে।
দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান এসলামী সাফ জানিয়েছেন, পার্লামেন্ট ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নেয়া সিদ্ধান্তের ভিত্তিতে পারমাণবিক কার্যক্রমের তত্ত্বাবধানে আইএইএ’র সীমিত প্রবেশ বজায় থাকবে। এসলামী আরও বলেন, ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে।
পশ্চিমাদের একের পর এক নিষেধাজ্ঞা আর পরমাণু কর্মসূচি নিয়ে হুমকি মধ্যে বুধবার (১৫ অক্টোবর) ইরানের মন্ত্রিসভার বৈঠক হয়েছে। সেখানে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিদেশি শত্রুর ষড়যন্ত্রের বিষয়ে উদ্বিগ্ন নন তিনি। তার চিন্তা দেশের অভ্যন্তরীণ বিভাজন ও অনাবশ্যক বিতর্ক নিয়ে।
তিনি সতর্ক করেন, ধ্বংসাত্মক সমালোচনা ও অতিরিক্ত নেতিবাচক মনোভাব জনগণের আস্থা ক্ষুণ্ন করতে পারে। পেজেশকিয়ান সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। আর জাতিসংঘের দেয়া নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পদক্ষেপের আইনি ভিত্তি নেই। বুধবার অনুষ্ঠিত ন্যামের এক অধিবেশনে তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ঐক্য আরও মজবুত করা প্রয়োজন। যেন তারা আধিপত্যবাদমূলক আগ্রাসন প্রতিহত করতে পারে।
কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/রাত ৯:২২