বিনোদন ডেস্ক : ছয় দশকেরও বেশি বর্ণাঢ্য ক্যারিয়ারে ‘ইল গাত্তোপার্দো’তে অ্যাঞ্জেলিকার চরিত্র কিংবা ‘এইট অ্যান্ড হাফ’-এ তার উপস্থিতি আজও দর্শকের কাছে প্রাণবন্ত।
একশোর বেশি চলচ্চিত্রে অভিনয় করা এই অভিনেত্রী হলিউডে পরিচিতি পান ‘দ্য পিঙ্ক প্যান্থার’-এর মাধ্যমে। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে দ্য গার্ল উইথ দ্য স্যুটকেস, ‘ওয়ান্স আপন আ টাইম ইন দ্য ওয়েস্ট’।
ক্লডিয়া কার্ডিনালে শুধু অভিনয়েই নয়, তার সততা ও স্বাধীনচেতা জীবনের জন্যও স্মরণীয় হয়ে থাকবেন এক অনুপ্রেরণাকারী নারীর প্রতীক হয়ে, এমনটাই মনে করছেন তার অনুরাগীরা।
কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:০৮