স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের অঘোষিত ‘সেমিফাইনালে’ আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ যারা হেরে যাবে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। আর যারা জিতবে তারা আগামী রোববার ভারতের সাথে ফাইনালে মুখোমুখি হবে। একন কঠিন সমীকরণের ম্যাচে বাংলাদেশ দলকেই এগিয়ে রাখছেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক দীনেশ কার্তিক।
ক্রিকবাজে ম্যাচের বিশ্লেষণে কার্তিক বলেন, ‘বাংলাদেশ দল এখন দারুণ মেজাজে আছে। আত্মবিশ্বাসী ও ধারাবাহিকভাবে খেলছে। পাকিস্তান অনেক সময় বড় ম্যাচে চাপ সামলাতে পারে না। তাই আমার দৃষ্টিতে এই ম্যাচে বাংলাদেশ এগিয়ে। অভিজ্ঞতা ও ম্যাচে প্রতিরোধ গড়ার দিক থেকে পাকিস্তানের কিছু দুর্বলতা রয়েছে। বিশেষ করে চাপে খেলতে গেলে। এদিকে, বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা সাম্প্রতিক সময়ে বেশ ভালো চমক দেখাচ্ছে।’
এর আগে কার্তিক বাংলাদেশের সম্ভাবনার কথা জানিয়েছিলেন। বাংলাদেশ সেমিফাইনালে উঠতে পারে এমন মন্তব্যও করেছিলেন তিনি। অন্যদিকে পাকিস্তান দলের পারফরমেন্স নিয়েও তিনি সতর্ক মন্তব্য করেছেন। এই ম্যাচে পাকিস্তান শক্তিশালী দল হলেও বাংলাদেশ যদি শুরু থেকেই নিয়ন্ত্রিতভাবে খেলতে পারে, তাহলে ম্যাচের ফল ঘোরানো সম্ভব হবে বলে মন্তব্য করেন কার্তিক।
ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে দুই আজ নিজেদের সেরা দল নিয়ে নামবে। বিশেষ করে বাংলাদেশের গত ম্যাচের একাদশ নিয়ে আলোচনা হয়েছে অনেক। একসঙ্গে চার পরিবর্তন দেখে অনেকেই প্রথমে হয়তো বিশ্বাস করতে চাননি। তবে বিশ্রাম ছাড়া পরদিনই আবার পাকিস্তান ম্যাচ হওয়ায় যে যার মতো মানিয়ে নিয়েছেন। ভারতের বিপক্ষে হারের পর তাই শেষ লড়াইয়ে ভিন্ন কিছুর আশা টাইগার ক্রিকেটভক্তদের।
পাকিস্তানের বিপক্ষে একাদশে ফেরার ভালো সম্ভাবনা আছে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের। চোটের কারণে তার অনুপস্থিতিতে গতকাল প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচের নেতৃত্ব দেন জাকের আলি অনিক। দলে ফিলতে পারেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ।
কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:১৪