স্পোর্টস ডেস্ক : এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ক্যাচ মিস করেছে ভারত। টুর্নামেন্টে নিজেদের পাঁচ ম্যাচে মোট ১২টি ক্যাচ মিস করেছে সুরিয়া কুমাররা। এশিয়া কাপের চলতি আসরে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে ভারত। টুর্নামেন্টজুড়ে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও ফিল্ডিংয়ে ততোটা ভালো করতে পারেনি গৌতম গম্ভীরের শিষ্যরা। সবশেষ দুবাইতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বাংলাদেশি ওপেনার সাইফ হাসানের ক্যাচ ৪ বার মিস করে ভারত। এর আগে, পাকিস্তানের বিপক্ষেও ৪টি সহজ ক্যাচ মিস করে তারা।
গতকাল ম্যাচ শেষে ক্যাচ মিসের কারণ হিসেবে স্টেডিয়ামের ‘রিং অব ফায়ার’ স্টাইলের ফ্লাডলাইটকে দোষারাপ করলেন ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী। অপরদিকে, টুর্নামেন্টে ১১টি ক্যাচ মিস করে হংকং দ্বিতীয় এবং ৮টি ক্যাচ মিস করে বাংলাদেশ এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। ৬টি ক্যাচ ছেড়ে চতুর্থ স্থানে শ্রীলঙ্কা। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের স্টেডিয়ামগুলোর ফ্লাডলাইট ‘রিং অব ফায়ার’ স্টাইলের। কিন্তু ক্রিকেটবিশ্বে বাকি স্টেডিয়ামগুলোর প্রায় সবগুলো ফ্লাডলাইটই ‘পাইলন’ স্টাইলের।
কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:১৪