স্পোর্টস ডেস্ক : এখন পর্যন্ত ২৫ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। যেখানে মাত্র ৫ বার পাকিস্তানদের হারাতে পেরেছে টাইগাররা। এশিয়া কাপে ১৫ দেখায় মাত্র ২ জয়। তবে সার্বিক পরিসংখ্যানে পাকিস্তান এগিয়ে থাকলেও, সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। ২০২৪ থেকে এ পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে ৮ ম্যাচে তাদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যার মধ্যে জয়-হার সমান ৪টি করে। ২ ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পাশাপাশি আছে হোমে টি-টোয়েন্টি সিরিজ জয়।
এদিকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রান ১৯৬। ২০২৫ সালে লাহোরে এই রান করেছিলো বাংলাদেশ। অপরদিকে, বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দলীয় সর্বোচ্চ ২০৩ রান। ২০০৮ সালে করাচিতে এই সংগ্রহ করেছিলো ম্যান ইন গ্রিনরা।
পাকিস্তানের বিপক্ষে সাকিব আল হাসানের পরিসংখ্যানটা বেশ ভালো। যদিও এশিয়া কাপে বাংলাদেশের দলে নেই তিনি। তবে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রান তার-ই। পাকিস্তানের বিপক্ষে ৩৬০ রান করেছেন টাইগার এই অলরাউন্ডার। তার পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ইনিংসটিও তার (৮৪)। এদিকে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রান করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ (২৭৭)। আর সর্বোচ্চ ইনিংসটি আহমেদ শেহজাদের (১১১*)।
বোলিংয়ের দিকে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তাসকিন আহমেদ। পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৪টি উইকেট নিয়েছেন তিনি। ফলে আজকের ম্যাচে তাসকিনের গুরুত্ব একটু বেশি। আর বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ উইকেটশিকারি শাদাব খান। ১২টি উইকেট নিয়েছেন এই স্পিনার।
কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:৪৪