আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে ডোমার ডিমলার মাটি ও মানুষের নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে এবং সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে, নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরনে যুবদলের প্রস্তুুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ডোমার উপজেলার ডাকবাংলো মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা যুবদল। এতে প্রধান অতিথি হিসাবে দিকনির্দেশেনা মূলক বক্তব্য প্রদান করেন নীলফামারী জেলা যুব দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী। উপজেলা যুবদলের আহবায়ক ইফতেখায়রুল আলম তিতুমীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে নীলফামারীর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, যুগ্ন আহবায়ক রাশেদ রেজাউদ্দৌলা, ডোমার উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলাম বাবু, রবিউল আলম ভুট্টু, শফিকুল ইসলাম শফি, আনোয়ারুল হক আনু প্রমূখ বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়নের সুপার ফাইফ নেতাকর্মীদের মধ্যে আহবায়ক, সদস্য সচিব এবং যুগ্ন আহবায়কগণ উপস্থিত ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার ১০টি ইউনিয়ন এবং ৯০টি ওয়ার্ডে লিফলেট বিতরণসহ ধানের শীষের প্রার্থী ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান জেলার নের্তৃবৃন্দ।
কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৪০