ডেস্ক নিউজ : নড়াইলের লোহাগড়া উপজেলার করফা গ্রামে সাপের কামড়ে ঘুমন্ত শিশু সানজিদা খানমের (১২) মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করফা গ্রামের রোমান ভূঁইয়ার মেয়ে সানজিদা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে রাত ১টার দিকে তাকে সাপে দংশন করে। সানজিদা মাদাসায় পড়াশোনা করত।
এদিকে, নড়াইল সদরের পাইকমারি গ্রামের সেকেন সরদারের মেয়ে শিশু আনিসা (২ বছর) বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে মৃত্যু হয়েছে।
কিউএনবি/অনিমা/২৫ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৪১