স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ক্রিকেট দল। এই ম্যাচটি দুই দলের জন্যই বাঁচা-মরার লড়াইয়ের মতো। এই ম্যাচে যারা হেরে যাবে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। আর যারা জয় পাবে তারা চলে যাবে ফাইনালে।
পাকিস্তানের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা মিডল অর্ডার। অধিনায়ক সালমান আগার ব্যাটে রান নেই। মোহাম্মদ হারিস ধারাবাহিকভাবে অধারাবাহিক। তার ব্যাটিং অর্ডারও অনেকটা অধারাবাহিক। কখনো টপ অর্ডারে, কখনো খেলেন লোয়ার মিডল অর্ডারে। বাংলাদেশের বিপক্ষে তিনি কোথায় খেলেন, সেটাই দেখার বিষয়।
গত ম্যাচে শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানকে বাঁচিয়েছিলেন হুসেইন তালাত ও মোহাম্মদ নেওয়াজ। চার চারে ৩০ বলে অপরাজিত ৩২ রান করেছিলেন তালাত। আর নেওয়াজ মাঠ ছাড়েন তিনটি করে চার ও ছক্কায় ২৪ বলে অপরাজিত ৩৮ রান করে।
আজ সাইমকে না খেলালে মিডল অর্ডারে খুশদিল শাহ বা হাসান নেওয়াজকে খেলাতে পারে পাকিস্তান। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ফাহিম আশরাফের খেলা অনেকটাই নিশ্চিত। বিশেষজ্ঞ পেস বোলার হিসেবে খেলবেন শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ। স্পিনার হিসেবে তো আবরার আহমেদ আছেনই।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি
কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:১২