বিনোদন ডেস্ক : এবার সেই ইঙ্গিতকে আরও স্পষ্ট করে নিজের ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিও প্রকাশ করেছেন পরিণীতি, যেখানে তার ‘বেবি বাম্প’ স্পষ্ট দেখা যাচ্ছে। এটিই প্রথমবার যখন তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর তার শারীরিক অবস্থা ভক্তদের সামনে এলো।
প্রায় আট মাস পর নিজের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও নিয়ে ফিরেছেন এই হবু মা। ভিডিওতে তিনি তার চ্যানেলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন। পরিণীতি বলেন, ‘আট মাস আগে আমি এই চ্যানেলটি শুরু করেছিলাম। তখন আমি নিজেও জানতাম না ঠিক কী ধরনের ভিডিও দেবো। তবে এখন আমি যে ভিডিওগুলো দেবো, আশা করি সেগুলো সবার মন জয় করবে।’
২০২৩ সালে বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা তথা রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। বিয়ের দুই বছর পর সংসারে নতুন অতিথি আসার খবর জানানোর পর থেকেই সবার শুভকামনায় ভাসছেন এ তারকা দম্পতি।
কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ১:৫০