বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালক হিসাবে বিনোদন জগতে পা রেখেছেন। তিনি ‘ব্যাডস অব বলিউড’ সিরিজের মাধ্যমে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেছেন। এ নিয়ে বলিপাড়ায় বিস্তর চর্চা শুরু হয়েছে।
তবে কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, তিনি ধূমপান ও মদপান ত্যাগ করেছেন। তাই এই দৃশ্য দেখে অবাক হয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। রণবীর কাপুরের দৃশ্যে দেখা গেছে— ভেপিং করছেন অভিনেতা, যা বিশেষ এক ধরনের ধূমপান। এ দৃশ্যে আপত্তি জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। তাদের পক্ষ থেকে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। শুধু রণবীর নয়, এ সিরিজের প্রযোজক ও নেটফ্লিক্সের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে।
‘ব্যাডস অব বলিউড’ সিরিজে রণবীর কাপুর ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা গেছে রণবীর সিং, দিশা পাটানি, অর্জুন কাপুর, রাজকুমার রাও, ইমরান হাশমি, আরশাদ ওয়ারসিসহ আরও অনেককে। এ সিরিজে নারকোটিকস ব্যুরো তথা এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়েকেও নাকি খোঁচা দিয়েছেন আরিয়ান খান।
প্রসঙ্গত ২০১৯ সালে ই-সিগারেটের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তা সত্ত্বেও কীভাবে এই দৃশ্য ছাড়পত্র পেল, তা নিয়ে প্রশ্ন উঠছে। এ ছাড়া সাধারণত ধূমপানের দৃশ্যে পর্দায় সতর্ককীকরণ থাকে। কিন্তু এ দৃশ্যে তেমন কিছু ছিল না। এখানেই আপত্তি মানবাধিকার কমিশনের। তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে বিষয়টি লিখিত আকারে পাঠিয়েছে। তাদের দাবি— এ ধরনের দৃশ্য নতুন প্রজন্মের ওপর প্রভাব ফেলতে পারে। তাই অভিনেতা ও প্রযোজকের বিরুদ্ধে যথার্থ পদক্ষেপ করার কথা বলা হয়েছে মানবাধিকার কমিশনের তরফ থেকে। মুম্বাই পুলিশের কাছেও তারা রণবীর কাপুর ও প্রযোজকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।
কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:১৮