মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলার মুনসেফের চর এলাকায় ঘুমন্ত অবস্থায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত মো. হাসান মোল্লা (২৮) পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর পশ্চিমপাড়ার শফিজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি পেশায় ট্রাকচালক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডিউটি শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে ছিলেন হাসান মোল্লা।
এ সময় তার স্ত্রী তানিয়া আক্তার কৌশলে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন। চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে স্বজনরা মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর এলাকাবাসী তানিয়া আক্তারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জানান, ঘাতক স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:৪০