নরসিংদী প্রতিনিধি : দুর্বৃত্তদের দেওয়া আগুনে ধ্বংস হওয়ার এক বছর পর ফের চালু হলো নরসিংদীর পাঁচদোনা পুলিশ ক্যাম্প। ক্যাম্পে কার্যক্রম শুরু হওয়ায় নিরাপত্তা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।গত বছরের ৫ আগস্ট দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যায় নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন পাঁচদোনা পুলিশ ক্যাম্প। টিনশেড দোচালা ঘরের ক্যাম্পটির দরজা-জানালা ভাঙচুরের পর আগুনে ভস্মীভূত হয় প্রতিটি কক্ষ। ক্যাম্পের সামনে রাখা কয়েকটি গাড়িও আগুনে ধ্বংস হয়। তবে পুলিশ সদস্যদের বিচক্ষণতায় অস্ত্র ও প্রাণ রক্ষা পায়।
ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা বাজারে অবস্থিত এ ক্যাম্পের কৌশলগত গুরুত্ব অপরিসীম। কারণ মোড় থেকে বাজার পর্যন্ত রয়েছে পাঁচটি ব্যাংক, দুটি বড় বাজার ও একাধিক শিল্প প্রতিষ্ঠান। এছাড়া চারটি জনবহুল ইউনিয়নের নিরাপত্তার জন্যও এ ক্যাম্পের উপস্থিতি অত্যন্ত জরুরি।ক্যাম্পে হামলার পর থেকে কার্যক্রম পরিচালিত হচ্ছিল মাধবদী থানা থেকে। সংস্কারের পর দীর্ঘ এক বছরের বেশি সময় পর গত ২৭ আগস্ট পুনরায় ক্যাম্পে ফিরে আসে পুলিশ সদস্যরা এবং শুরু হয় পূর্ণাঙ্গ কার্যক্রম।
পাঁচদোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইউসুফ আহমেদ বলেন, স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ক্যাম্প নতুনভাবে চালু হওয়ায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে।মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পাঁচদোনা পুলিশ ক্যাম্প পুনরায় চালু হওয়ায় এলাকার নিরাপত্তা আরও জোরদার হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা প্রস্তুত।
কিউএনবি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৫/রাত ৮:২৩