ডেস্ক নিউজ : কোরআনে সিজদার আয়াত কয়টি ও কী কী
কোরআনে মোট ১৪ টি সেজদার আয়াত আছে। ১. সুরা আরাফ ২০৬ (পারা ৯)। ২. সুরা রাদ ১৫ (পারা ১৩)। ৩. সুরা নাহল ৫০ (পারা ১৪)। ৪. সুরা বনি- ইসরাঈল ১০৯ (পারা ১৫)। ৫. সুরা মারইয়াম ৫৮ (পারা ১৬)। ৬. সুরা হজ্জ ১৮ (পারা ১৭)। ৭. সুরা ফুরকান ৬০ (পারা ১৯)। ৮. সুরা নামল ২৬ (পারা ১৯)।
সেজদার আয়াত তিলাওয়াতকারীর ওপর সেজদা করা ওয়াজিব। সেজদার আয়াত যিনি শুনলেন তার জন্যও সেজদা করা ওয়াজিব, সে ইচ্ছাকৃত শুনুক আর অনিচ্ছায় শুনুক বা নাপাক অবস্থায়ই শুনুক। এ জন্যই সেজদার আয়াতি চুপে চুপে তিলওয়াত করা উত্তম। যাতে অপর কোনো ব্যক্তিকে অসুবিধায় পড়তে না হয়।
কিউএনবি/আয়শা/১০ আগস্ট ২০২৫/রাত ১১:১৫