নরসিংদী প্রতিনিধি : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নরসিংদীর মাধবদী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় মাধবদী প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে প্রেসক্লাবের সকল সদস্য অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাধবদী প্রেস ক্লাব আহ্বায়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক শেখ সাদী, সদস্য মো. ওবায়দুর রহমান, মতিউর রহমান, সাপ্তাহিক সমাচার পত্রিকার সম্পাদক একে ফজলুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ মকবুল হোসেন, সাবেক সেক্রেটারি মো. সেলিম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ফজলুল হক মিলন, সদস্য মোহাম্মদ আল আমিন মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক কোষাধ্যক্ষ মো. কাজী জয়নাল, সদস্য মো. মুছা মিয়া ও হুমায়ুন কবির ভুঁইয়া প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড জাতিকে স্তম্ভিত করেছে। তাঁরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি দাবি করেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
কিউএনবি/অনিমা/১০ আগস্ট ২০২৫/বিকাল ৫:১৯