স্পোর্টস ডেস্ক : ২০২৫ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ঘোষণা দিয়েছে, এবারের আসরের সব খেলা হবে দুবাই ও আবুধাবিতে।
এসিসির সভাপতি মহসিন নাকভি বলেছেন, ‘এটা হবে এশিয়ান ক্রিকেটের এক উৎসব। সংযুক্ত আরব আমিরাতের অবকাঠামো বিশ্বমানের। এখানে দারুণ এক আয়োজন হতে যাচ্ছে।’
বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। অন্যদিকে ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, স্বাগতিক ইউএই এবং ওমান।
বাংলাদেশ দলের সব গ্রুপ ম্যাচ হবে আবুধাবিতে। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের অভিযান। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে তারা।
ভারত দল প্রথম দুই ম্যাচ খেলবে দুবাইয়ে—১০ সেপ্টেম্বর ইউএইর বিপক্ষে এবং ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে। এরপর ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে খেলবে ওমানের বিপক্ষে।
চূড়ান্ত ম্যাচ, অর্থাৎ ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে।
২০২৫ এশিয়া কাপ গ্রুপ পর্বের সূচি-
৯ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম হংকং (আবুধাবি)
১০ সেপ্টেম্বর: ভারত বনাম ইউএই (দুবাই)
১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং (আবুধাবি)
১২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ওমান (দুবাই)
১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (আবুধাবি)
১৪ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান (দুবাই)
১৫ সেপ্টেম্বর: ইউএই বনাম ওমান (আবুধাবি), শ্রীলঙ্কা বনাম হংকং (দুবাই)
১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান (আবুধাবি)
১৭ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ইউএই (দুবাই)
১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান (আবুধাবি)
১৯ সেপ্টেম্বর: ভারত বনাম ওমান (আবুধাবি)
সুপার ফোর-
২০ সেপ্টেম্বর: বি১ বনাম বি২ (দুবাই)
২১ সেপ্টেম্বর: এ১ বনাম এ২ (দুবাই)
২৩ সেপ্টেম্বর: এ২ বনাম বি১ (আবুধাবি)
২৪ সেপ্টেম্বর: এ১ বনাম বি২ (দুবাই)
২৫ সেপ্টেম্বর: এ২ বনাম বি২ (দুবাই)
২৬ সেপ্টেম্বর: এ১ বনাম বি১ (দুবাই)
ফাইনাল-
২৮ সেপ্টেম্বর: ফাইনাল (দুবাই)
কিউএনবি/আয়শা/২ আগস্ট ২০২৫/দুপুর ২:৪৪