লাইফ ষ্টাইল ডেস্ক : ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য রক্তে শর্করার মাত্রা নিরাপদ সীমায় রাখা অত্যন্ত জরুরি। আর এই নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ডায়াবেটিস রোগীদের এমন ফল বেছে নেওয়া উচিত যেগুলোর গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) কম। গ্লাইসেমিক ইনডেক্স হলো এমন একটি মানদণ্ড, যা কোন খাবার কত দ্রুত রক্তে শর্করা বাড়ায় তা নির্দেশ করে।
ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষজ্ঞরা যে ৮টি ফল খাওয়ার পরামর্শ দেন-
১. ব্ল্যাকবেরি (জিআই: ৪১)
অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ এবং আঁশযুক্ত এই ফলটি কম চিনি থাকা সত্ত্বেও মিষ্টি স্বাদের। এটি রক্তে শর্করার মাত্রা বাড়ায় না এবং ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ হিসেবে বিবেচিত।
২. কিউই (জিআই: ৩৬)
সবুজ রঙের এই ফলটি ত্বকসহ খেলে সবচেয়ে বেশি উপকার মেলে। কারণ এর ত্বক আঁশে ভরপুর। এটি ভিটামিন সি-এর চমৎকার উৎস এবং ডায়াবেটিস রোগীদের জন্য উপযোগী।
৩. পিচ (জিআই: ৩৮)
আঁশসমৃদ্ধ হওয়ায় পিচ হজমে সহায়তা করে এবং চিনির শোষণ ধীর করে দেয়। পরিমিত পরিমাণে খেলে এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারি।
৪. আনারস (জিআই: ৪০)
মাঝারি মাত্রার চিনি থাকলেও আনারস একটি সতেজকর ফল। তবে বিশেষজ্ঞরা জুস না খেয়ে গোটা ফল খাওয়ার পরামর্শ দেন, যাতে আঁশ বজায় থাকে ও চিনি শোষণ ধীরে হয়।
৫. তরমুজ (জিআই: ৪২)
গ্রীষ্মকালে তরমুজ বেশ জনপ্রিয় একটি ফল। পানিযুক্ত, অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ এবং ভিটামিন A ও C-এর ভালো উৎস হলেও এটি কম পরিমাণে খাওয়াই নিরাপদ।
৬. চেরি (জিআই: ৫৩)
চেরিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও মস্তিষ্কের জন্য উপকারী উপাদান। পরিমিত পরিমাণে খেলে এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায় না।
৭. গ্রেপফ্রুট (জিআই: ২০)
এই ফলটিকে ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে ভালো বিকল্প বলা হয়ে থাকে। এতে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ এবং এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে।
৮. পেঁপে (জিআই: ৭২)
যদিও পেঁপেতে জিআই তুলনামূলকভাবে বেশি, তবুও চিনি কম এবং পানির পরিমাণ বেশি হওয়ায় এটি সীমিত পরিমাণে (১–২টি ছোট টুকরা) খাওয়া যেতে পারে।
পরিমিত গ্রহণ সর্বোত্তম নীতি
চিকিৎসক ও পুষ্টিবিদরা সবসময়ই পরিমাণ নিয়ন্ত্রণের ওপর জোর দিয়ে থাকেন।
পাকিস্তানের লাহোরের এন্ডোক্রাইনোলজিস্ট ডা. খালিদ মনসুর বলেন, ‘কম জিআই-যুক্ত ফল হলেও বেশি খেলে রক্তে শর্করা বাড়তে পারে। তিনি আরও বলেন, ‘ফলের সঙ্গে প্রোটিন বা স্বাস্থ্যকর চর্বি খেলে হজম ধীর হয় এবং গ্লুকোজের গতি কমে।’
স্বাস্থ্যকর জীবনধারায় অভ্যস্ত হতে চাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য কোন খাবার শরীরে কী প্রভাব ফেলে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিমিতভাবে খেলে উপরের এই ফলগুলো পুষ্টি ও স্বাদ দুটোই দিতে পারে—রক্তে শর্করার ক্ষতি না করেই।
তথ্যসূত্র: সামা টিভি
কিউএনবি/আয়শা/২ আগস্ট ২০২৫/রাত ১০:৩৮