স্পোর্টস ডেস্ক : ৯ সেপ্টেম্বর হংকং ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ সেপ্টেম্বর টাইগাররা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে, আর ১৬ সেপ্টেম্বর লিটনদের প্রতিপক্ষ আফগানিস্তান। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে শেখ জায়েদ স্টেডিয়ামে।
এদিকে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ২০ ওভারের টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে হলেও কোন ভেন্যুতে খেলা হবে তা জানায়নি তারা। কয়েক দিনের ব্যবধানে দুই ভেন্যুর নাম প্রকাশ করেছে এসিসি। যেখানে ৮টি ম্যাচ হবে আবু ধাবিতে। গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলে টুর্নামেন্টের বাকি ১০টি ম্যাচ হবে দুবাইয়ে।
‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। ১৪ সেপ্টেম্বর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এই ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। তবে ওমানের সঙ্গে ভারতের ম্যাচটি অনুষ্ঠিত হবে আবুধাবিতে। দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল নিয়ে হবে সুপার ফোর। সবাই সবার মুখোমুখি হওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।
এবারের এশিয়া কাপের স্বাগতিক ভারত। তবে এশিয়া কাপের আয়োজক ভারত বা পাকিস্তান হলে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে, এই সিদ্ধান্ত আগেই নেওয়া। তাই এবার টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
কিউএনবি/আয়শা/২ আগস্ট ২০২৫/রাত ১১:০০