স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার যুব দলে বেড়ে ওঠা দানি ওলমোর। তবে সিনিয়র ফুটবলে পা রাখে দিনামো জাগরেবের হয়ে। এরপর যোগ দেন লাইপজিগে, সেখা থেকে গত বছরের আগস্টে ফিরে আসেন বার্সেলোনায়।
শুরুতে তার নিবন্ধন নিয়ে জটিলতার মুখে পড়ে বার্সেলোনা, সেজন্য লা লিগায় প্রথম দিকে বেশ কিছু ম্যাচে খেলতে পারেননি তিনি। সেই সমস্যা কেটে যাওয়ার পর অবশ্য নিজেকে মেলে ধরেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। লা লিগায় ১০ টি সহ মোট ১২ গোল করেন তিনি, অ্যাসিস্ট আছে ৭টি।
প্রাক মৌসুমে বর্তমানে এশিয়া সফরে আছে বার্সেলোনা। সেখানেই মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী মৌসুমে আরও বেশি গোল করা ও গত বছরের সাফল্য ধরে রাখার আশা ব্যক্ত করেন দানি ওলমো।
২০২৫-২৬ মৌসুমে কতগুলো গোল করতে চান, এমন প্রশ্নে প্রথমে দুই অঙ্কা ছোঁয়ার আশা ব্যক্ত করেন ওলমো। ‘হ্যাঁ, (গোলসংখ্যা) অন্তত দুই অঙ্কে পৌঁছালে ভালো কিছু হবে। পরে বলেন, (২০ গোলের প্রশ্নে) হ্যাঁ, এটা হলে খুব ভালো হবে। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ গোল করতে পারলে মৌসুমটা ভালো কাটবে।’
গত মৌসুমের দ্বিতীয় ভাগে দুর্দান্ত পারফর্ম করে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে ও লা লিগার শিরোপা জেতে ক্লাবটি। সুপার কাপ ও কোপা দেল রের ফাইনালসহ ওই মৌসুমে মোট চারবার রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। তবে প্রতিবারই শেষ হাসি হেসেছে বার্সা।
তবে ওলমো স্বীকার করেন যে, আসছে মৌসুমে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাদের। ‘এমনটা হতে পারে। কারণ তিনটি শিরোপা জয় এবং চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালে খেলার মতো প্রথম মৌসুমের ঝলমলে সাফল্যের পর এটার পুনরাবৃত্তি করা খুব কঠিন হতে পারে। তবে ফুটবলের এটাই তো সৌন্দর্য। প্রতি বছর নিজেকে নতুন করে গড়ে তুলতে হবে এবং প্রতি বছর আবার সবকিছু জিততে হবে।’
ওলমো আরও বলেন, ‘আসছে মৌসুমে দলগতভাবে গতবারের সাফল্যের পুনরাবৃত্তি করা এবং ব্যক্তিগতভাবে আরও বেশি ম্যাচ খেলাই আমার লক্ষ্য।’ আগামী ১৬ আগস্ট মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে বার্সেলোনা।
কিউএনবি/আয়শা/২ আগস্ট ২০২৫/রাত ১১:০৫