সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

মাধবদীতে ভুল চিকিৎসায় মৃত্যু, টাকার বিনিময়ে আপোষেই চাপা পড়ছে বিচার

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি 
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১০৯ Time View
Oplus_131072

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে হাসপাতালগুলোতে সিজারিয়ান ডেলিভারি নিত্যসেবা হয়ে দাঁড়িয়েছে; স্বাভাবিক প্রসব বা অন্যান্য চিকিৎসা সেবার প্রাপ্যতা প্রায় শূন্য বলে অভিযোগ উঠেছে। হাসপাতাল পরিচালনাকারীরা সিজারিয়ান সেকশনকে প্রধান আয়ের উৎস হিসেবে ব্যবহার করছে। মাধবদীর পৌরসভাধীন প্রাইভেট হাসপাতালগুলোর ভুল চিকিৎসা ও অপারেশনজনিত গাফিলতির অভিযোগ ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ, স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনে গাফিলতির ফলে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে মাধবদীর স্বাস্থ্য সেবা মেডিকেল সেন্টার অ্যান্ড হসপিটালে। নিহত শিশুর পরিবার অভিযোগ তুলেন চিকিৎসকের ভুল সিদ্ধান্ত ও অসাবধানতায় অপারেশনের সময়ই শিশুটি মারা যায়। তবে ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের মধ্যে আর্থিক আপোষের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয় বলে জানা গেছে।এ বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আল শেখ বলেন, রোগীর অবস্থা ভালো ছিল না, তাই জরুরি ভিত্তিতে আমরা অপারেশন করি। এতে হাসপাতালের কোনো গাফিলতি ছিল না।

তবে মাধবদী পৌরসভার স্থানীয় অনেকেই বলছেন, এটি নতুন কোনো ঘটনা নয়। এর আগে মাধবদী প্রাইম জেনারেল হাসপাতাল, হলি ক্রিসেন্ট হাসপাতাল এবং আজগর আলী হাসপাতালের বিরুদ্ধেও ভুল চিকিৎসা ও অপারেশনের একাধিক অভিযোগ উঠেছে। কিন্তু প্রতিবারই টাকার বিনিময়ে অভিযোগকারীদের আপোষে রাজি করিয়ে ঘটনা ধামাচাপা দেওয়া হয়।বারবার এমন প্রাণঘাতী গাফিলতির পরও কেন দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কেন স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে প্রশ্ন স্থানীয়দের। মাধবদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক হোসেন আলী বলেন, ভুল চিকিৎসার ফলে কেউ মারা গেলে তা ফৌজদারি অপরাধের শামিল। অথচ টাকার বিনিময়ে আপোষ করে এমন অপরাধ বারবার চাপা পড়ে যাচ্ছে, যা পুরো স্বাস্থ্য ব্যবস্থার জবাবদিহিতাকে প্রশ্নবিদ্ধ করছে।মাধবদী বাসীর দাবি, প্রতিটি মৃত্যুর ঘটনায় সঠিক তদন্ত, দোষীদের শাস্তি এবং হাসপাতালগুলোর কার্যক্রমের উপর কঠোর নজরদারি জরুরি। নইলে মাধবদীতে ভুল চিকিৎসা এক নিত্যনৈমিত্তিক ভয়াবহ চিত্রে পরিণত হবে।

কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৫,/বিকাল ৫:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit