নরসিংদীর মাধবদীতে মাদক, জুয়া ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর সাংবাদিক মো. সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি মাধবদী থানায় তিন জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাত পাঁচ ছয়জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে সালাউদ্দিন আহমেদ বলেন, তিনি ১৩ বছর যাবত নরসিংদী থেকে দেশের বিভিন্ন গণমাধ্যমে দায়িত্বশীলতার সাথে কাজ করে আসছেন বর্তমানে তিনি জাতীয় দৈনিক নতুন কাগজ-এর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি মাদক, জুয়া ও স্থানীয় চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে একটি সংঘবদ্ধ চক্র তার বিরুদ্ধে ‘মিথ্যা গুজব’ ছড়িয়ে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানসিকভাবে চাপে ফেলতে মরিয়া হয়ে উঠেছে।
তিনি আরও জানান, একটি কুচক্রী মহল ফেসবুকে একাধিক নামসর্বস্ব ভুয়া আইডি ব্যবহার করে তাকে ‘টার্গেট’ করে উদ্দেশ্যমূলক অপপ্রচারে লিপ্ত হয়েছে। এসব পোস্টে তাকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এতে শুধু তার পেশাগত জীবনই নয়, ব্যক্তিগত নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে। লিখিত অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, মাধবদী ও আশপাশের এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে আসার কারণে এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি ও তাদের আশ্রয়-প্রশ্রয়ে থাকা অপরাধীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা তাকে ফাঁসাতে এবং সাংবাদিকতা থেকে বিরত রাখতে নানা কৌশলে চাপ সৃষ্টি করছে।
সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, এলাকাভিত্তিক প্রভাবশালী কয়েকজন মাদক ব্যবসায়ী, এবং চিহ্নিত অপরাধীরা মিলে সংঘবদ্ধভাবে তাকে ও তার পরিবারকে হয়রানির চেষ্টা করছে। এমনকি তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মব’ তৈরি করে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুজব রটনা করছে। এ বিষয়ে তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এবং তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
মাধবদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বলেন, সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে এমন মিথ্যা অপপ্রচার ও হুমকি মোটেও গ্রহনযোগ্য যোগ্য নয়। তিনি বলেন সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনাী দাবী জানাচ্ছি। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম বলেন, “অভিযোগটি পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
কিউএনবি/আয়শা//১৯ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৩৪